পানছড়িতে আনসার ভিডিপির অসচ্ছল ও দরিদ্র সদস্য/সদস্যাদের মাঝে ৩০০টি ত্রাণ সামগ্রী বিতরণ
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের মহামারি দুর্যোগে আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে পানছড়ির অসচ্ছল আনসার ভিডিপির সদস্য সদস্যাদের মাঝে ৩০০টি ত্রান সামগ্রী বিতরণ করেন পানছড়ি উপজেলা আনসার ভিডিপি।
০৫ মে সকাল ১১ টার সময় পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে সামাজিক দুরত্ব নিশ্চিত করে আনসার বিডিপির ১৫০ জন নারী সদস্যা ও ১৫০ জন পুরুষ সদস্যদের মাঝে মোট ৩০০টি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম,আনসার ভিডিপির কর্মকর্তা টুনি দেওয়ান,হাবিলদার সুবেদ আলী সহ প্রমুখ।
পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌহিদুল ইসলাম বলেন; এই করোনা দুর্যোগে মানুষ আজ খুব অসহায় হয়ে পড়েছে।পানছড়ি আনসার ভিডিপির সদস্য সদস্যাদের মাঝে মানবিক দৃষ্টি থেকে পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।তবে সমাজের সব বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর অনেক উপকার হয়।
আনসার বিডিপির হাবিল দার সুবেদ আলী বলেন; আমাদের সবার উচিত দেশ তথা সমগ্র বিশ্বের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের এই মহামারির ছোবল থেকে সবাইকে সচেতন করা ও সর্বস্তরের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো।