সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত।
শুক্রবার পহেলা মে সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃপলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকার একই পরিবারের ৫ জন প্রাপ্তবয়স্ক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন মহিলা। সবাইকে লকডাউন এ থাকার আহ্বান জানান তিনি।
সোনারগাঁয়ে এনিয়ে সর্বমোট করোনায় আক্রান্ত ৩২জন,এদের মধ্যে মারা যায়-২ জন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আল মামুন জানান,এই বাড়িটি এর আগেই লকডাউন করা হয়েছে এবং বর্তমানে নমুনা পজিটিভ আসার পর আবারও তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন