জেলে পল্লীতে খেটে খাওয়া মানুষের পাশে ত্রান সহায়তা নিয়ে ইউএনও সাইদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃকরোনা পরিস্থিতিতে কর্মহীন জেলেদের পাশে ত্রান সহায়তা দিতে জেলে পল্লীতে হঠাৎ হাজির হয় সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম।
শুক্রবার (৮ মে) মাহে রমজানের ইফতার শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালিগঞ্জ খেয়া ঘাটে পৌঁছে রাতের অন্ধকারে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে খেটে খাওয়া কর্মহীন হয়ে পরা ৫০ জন জেলেদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি জেলেদের বর্তমান জীবন যাপন সম্পর্কে ও শিশুদের পড়ালেখা এবং চিকিৎসা সেবার ব্যবস্থা সম্পর্কে জানতে চান।
উপজেলা নির্বাহী অফিসার আজকের সংবাদ ডটকম প্রতিনিধিকে বলেন, অনাগ্রসর এইসব গোষ্ঠীর সহায়তা প্রদান ও জীবনমান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর।
এসময় উপস্থিত ছিলেন,মিডিয়াসেলের সেচ্ছাসেবী সোনারগাঁ রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর নবী জনি সেচ্ছাসেবী সজিব তালুকদার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন