ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত-২,ঘাতক এম্বুলেন্স আটক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৭ মে, ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত-২,ঘাতক এম্বুলেন্স আটক


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালক নিহত, ঘাতক এম্বুলেন্স আটক





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশা চালক নিহত হয়েছেন।





মঙ্গলবার(২৬মে)আনুমানিক দুপুর তিনটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।





পুলিশ এ্যাম্বুলেন্সটিকে আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।





নিহতেরা হলেন,কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বরহা গ্রামের আহাদ মিয়া (৩৫) এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। নিহত রিকশা চালক একজন কাঁচপুর ও একজন মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।





পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহয়াসড়কে ঢাকা মুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি দ্রুতগামী এ্যাম্বুলেন্স কাঁচপুরে নিয়ন্ত্রন হারিয়ে পর পর দুইটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশা দুইটি ও এ্যাম্বলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন রিকশা চালক দুইজনই।





দুর্ঘটনার পর পর স্থানীয়রা এসে আশঙ্কাজনক অবস্থায় দুই রিকশাচালককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।





দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধারসহ এ্যাম্বুলেন্স টি আটক করে।





কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানান,ঘাতক এ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে, তবে চালক সুকৌশলে পালিয়ে গেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭