সোনারগাঁয়ে আরোও ১০ জনের দেহে করোনা সনাক্ত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৮ জুন, ২০২০

সোনারগাঁয়ে আরোও ১০ জনের দেহে করোনা সনাক্ত


সোনারগাঁয়ে আরোও ১০ জনের দেহে করোনা সনাক্ত।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনদিন বেড়েই চলেছে করোনা রোগী গত চব্বিশ ঘণ্টায় করোনা রোগী সনাক্ত হয়েছে-১০জন।





বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেন।





পলাশ কুমার সাহা জানান,২৫ জনের নমুনা পরিক্ষা শেষে আজ সোমবার ১০ জনের করোনা রির্পোট পজেটিভ আসে এর মধ্যে ৭জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ ও ৩ জন প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছে।





করোনায় আক্রান্তের ১০জনের পজেটিভের মধ্যে
১জন পুরুষ- পাকুন্দা,জামপুর।
১জন মহিলা- দত্তপাড়া, আমিনপুর।
১জন পুরুষ- ইছাপাড়া,আমিনপুর।
১জন পুরুষ- সনমান্দি, সনমান্দি।
১জন পুরুষ- নোয়াকান্দি,সনমান্দি।
১জন পুরুষ- দৈলরদি,সনমান্দি।
১জন পুরুষ,১জন মহিলা- শম্ভুপুরা,শম্ভুপুরা।
১জন মহিলা- বড়ইকান্দি,সনমান্দি।
১জন পুরুষ- সাহাপুর,আমিনপুর।





নেগেটিভের তালিকা রয়েছেনঃ
১. মোঃ রফিকুল ইসলাম,৪০বছর
বস্তল,জামপুর, সোনারগাঁ।
২. মোঃ আরিফুজ্জামান,৩২বছর
দৈলেরবাগ পল্লিবিদ্যুৎ অফিস,আমিনপুর।
৩. মোঃ আমিনুল ইসলাম,৩৫বছর
দত্তপাড়া,আমিনপুর।
৪. মোঃ হাফিজুর রহমান, ৩৫বছর
দৈলেরবাগ পল্লিবিদ্যুৎ অফিস,আমিনপুর।
৫. মোঃ শামীম রেজা,৩০বছর
মাধবদি,সনমান্দি।
৬. মোঃ শাহ আলম,৫০বছর
নয়াপাড়া,সনমান্দি।
৭. জাকারিয়া, ৪৮বছর
চিলারবাগ,আমিনপুর।
৮. রোমানা আক্তার শিউলি,৩৮বছর
চিলারবাগ,আমিনপুর।
৯. মোঃ রিপন সরকার,৪৭বছর
বড়সাদিপুর, মোগরাপাড়া।
১০. মোঃ নাসির উদ্দিন,৫০বছর Constable
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
১১. মোঃ স্বপন মিয়া,৪৬বছর Constable
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
১২. রহিমা আক্তার,৪০বছর
মাঝেরচর,মোগরাপাড়া।
১৩. মোঃ মশিউর রহমান,২৪বছর
টাইগার সিমেন্ট,নিউটাউন,পিরোজপুর।
১৪. মোঃ মহিউদ্দিন ভুঁইয়া,৫০বছর HA
পাকুন্দা,জামপুর।
১৫. মোঃ আরিফ রহমান,৩৬বছর
সাহাপুর,আমিনপুর।





সোনারগাঁয়ে সোমবার পর্যন্ত ১০ জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৩০১ জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ১৪ জন এবং সুস্থ হয়েছেন -১০০জন।





এদিকে সাংবাদিকরা ও সেচ্ছাসেবীরা করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন,তাদের বাড়ীতে বাড়ীতে এমপি খোকার সেচ্ছাসেবীরা নিয়মিত খাদ্য উপহার সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।





উল্লেখ্য প্রথম থেকেই এই সেচ্ছাসেবী সাংবাদিক ও সেচ্ছাসেবীরাই করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের ও করোনা আক্রান্তের সন্দেহ হয়ে যারা মারা গেছেন তাদেরও দাফন সম্পর্ন করেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭