করোনা আতংঙ্কের মধ্যে সোনারগাঁয়ে পাইকারি দোকানে চুরি,চোর সন্দেহে আটক-২।
তায়িন আহম্মেদ রাতুলঃ করোনা আতংঙ্কের মধ্যেও নারায়ণগন্জের সোনারগাঁয়ে পাইকারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোর সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকার একটি পাইকারী দোকানে চোরেরা দোকানের তালা কেটে দোকানে থাকা ৪ লাখ টাকার সিগারেটসহ অন্যান্য মালামাল চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ পাশের দোকানের একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখে মার্কেটের পাহাড়াদার সফি (৫৫) ও পাশের খাবার হোটলের বয় সাগর (২৫) কে চোর সন্দেহে আটক করেছে।
দোকান মালিক রাজা মিয়া বলেন,মোগরাপাড়া চৌরাস্তা বাজারের ভিতরে আমার স্টেশনারী দোকানটি প্রতিদিনের ন্যায় গতকাল রাতে বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে দোকান খুলতে এসে দেখি সাটারের তালা ভাঙ্গা। এসময় আশপাশের দোকানদারকে নিয়ে দোকানের সাটার খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পাই দোকানের ভেতর থাকা বিভিন্ন মুল্যাবান জিনিসপত্র ও সিগারেট নেই। তিনি বলেন প্রায় ৪ লাখ টাকার সিগারেটসহ অন্যান্য মালামাল চুরি গেছে। তিনি আরও বলেন পূর্বেও এই মার্কেটে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে।
পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে থানা পুলিশের এস আই আজিজুল হক উপস্থিত হয়ে পাশের দোকানের একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখে মার্কেটের পাহাদারদার সফি (৫৫) ও পাশের খাবার হোটেলের বয় সাগর (২৫) কে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক রাজা মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার এস আই আজিজুল হক জানান,দোকানে চুরির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত বলা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন