দুই পুলিশ সদস্যসহ সোনারগাঁয়ে ২৮ করোনা রোগী সনাক্ত,মোট সনাক্ত-২৬৯ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

দুই পুলিশ সদস্যসহ সোনারগাঁয়ে ২৮ করোনা রোগী সনাক্ত,মোট সনাক্ত-২৬৯


দুই পুলিশ সদস্যসহ সোনারগাঁয়ে ২৮ করোনা রোগী সনাক্ত,মোট সনাক্ত-২৬৯





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনদিন বেড়েই চলেছে করোনা রোগী গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী সনাক্ত হয়েছে-২৮জন।





বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেন।





পলাশ কুমার সাহা জানান,৬৩ জনের নমুনা পরিক্ষা শেষে আজ বৃহস্পতিবার ২৮ জনের করোনা রির্পোট পজেটিভ আসে এর মধ্যে ১৯জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ ও ৯জন প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছে।





করোনায় আক্রান্তের ২৮ জনের পজেটিভের মধ্যে
২জন পুরুষ- সোনারগাঁ থানা,সোনারগাঁ। ৩জন মহিলা- পৌরভবনাথপুর, আমিনপুর।৪জন পুরুষ- বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর। ১জন পুরুষ, ১জন মহিলা- বড়চেংগাইন, কাচপুর। ১জন পুরুষ- গোহাট্টা, মোগরাপাড়া।
১জন মহিলা- গোয়ালদি,আমিনপুর। ১জন পুরুষ,১জন মহিলা- লাহাপাড়া,আমিনপুর। ১জন পুরুষ- বাঘরি, কাচপুর।১জন পুরুষ- নিউটাউন,পিরোজপুর। ১জন পুরুষ- মারুফদি,সনমান্দি।১জন পুরুষ- নানাখি, সাদিপুর। ১জন মহিলা,১জন পুরুষ- বাড়িমজলিশ, মোগরাপাড়া।১জন পুরুষ-ছোটকাজিরগাও, মোগরাপাড়া। ১জন পুরুষ- খংসারদি, বৈদ্যেরবাজার।২জন পুরুষ,১জন মহিলা- দত্তপাড়া, আমিনপুর।১জন পুরুষ,১জন মহিলা- পিরোজপুর-২,পিরোজপুর।





এবং নেগেটিভের তালিকায় রয়েছেনঃ--
১. পলাশ শিকদার,২৫বছর বৈদ্যেরকান্দি,সনমান্দি।
২. সোহেল,৩২বছর ছোটকাজিরগাও, মোগরাপাড়া।
৩. মফিজুর রহমান,৩০বছর বাড়িমজলিশ, মোগরাপাড়া।৪.মোঃ রোমান হোসেন,২৮বছর (কনস্টেবল) সোনারগাঁ থানা,সোনারগাঁ। ৫. জাহাংগীর আলম,৬৩বছর বাড়িমজলিশ, মোগরাপাড়া। ৬.ইফতেখার আলম,৬৩বছর বাড়িমজলিশ, মোগরাপাড়া।৭.ডেইজি আক্তার,৪০বছর বাড়িমজলিশ, মোগরাপাড়া।৮.সাদিয়া আলম,১৪বছর বাড়িমজলিশ, মোগরাপাড়া। ৯.নীলুফার ইয়াসমিন,৪৬বছর বাড়িমজলিশ,মোগরাপাড়া। ১০. নাফিসা নূর,১৮বছর বাড়িমজলিশ,মোগরাপাড়া। ১১. সাদমান নূর,১৬বছর বাড়িমজলিশ,মোগরাপাড়া। ১২. ইমতিয়াজ আহমেদ, ২৩বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১৩. সেলিম,৩২বছর মল্লিকপাড়া,মোগরাপাড়া। ১৪. কাজল কুমার বণিক,৫০বছর বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর। ১৫.গৌতম চন্দ্র দাস,৩১বছর বসুন্ধরাগ্রুপ,পিরোজপুর।১৬.রাজিব চন্দ্র দাস,৩৪বছর বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর। ১৭.আকাশ তালুকদার, ২২বছর বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।১৮.মোঃ হাসান, ২২বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ। ১৯. আমিনুল হক,৬৮বছর পঞ্চমী ঘাট,সাদিপুর। ২০. নিলুফা,৩৪বছর আলাবদি, মোগরাপাড়া। ২১. প্রদিপ দাস,২২বছর বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।২২.দেলোয়ার, ৫৫বছর নোয়াইল, আমিনপুর। ২৩. আঃ লতিফ, ৬৫বছর প্রতাপের চর, পিরোজপুর। ২৪. মোঃ রাশেদ, ২৭বছর নয়াপুর,সাদিপুর।২৫.সাইদুর রহমান,৩০বছর নয়াপুর পশ্চিমপাড়া, সাদিপুর। ২৬. মোঃ ইসমাইল মোল্লা,৫০বছর ছনপাড়া, বৈদ্যেরবাজার।২৭.খুকি,৩০ বছর ভট্টপুর,আমিনপুর। ২৮.ফয়সাল,২১বছর সনমান্দি,সনমান্দি।২৯.নবী হোসেন,৪৪বছর হাড়িয়া বৈদ্যপাড়া,বৈদ্যেরবাজার। ৩০.দুলাল দাস,৫২বছর ওরলাপুর,বারদি। ৩১. জাকির হোসেন,৪৮বছর ললাটি,কাচপুর।৩২.মৃত মকবুল হোসেন ৫৪বছর
দৌলরদি,বারদি। ৩৩. আনিসুর,৪০বছর যাত্রাবাড়ী, বাংলাবাজার,সনমান্দি।৩৪. মার্জিয়া আক্তার,২৫বছর
ছোটকাজিরগাও, মোগরাপাড়া।





সোনারগাঁয়ে বৃহস্পতিবার পর্যন্ত ২৮ জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২৬৯ জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ১১ জন এবং সুস্থ হয়েছেন -৯৬জন।





এদিকে সাংবাদিকরা ও সেচ্ছাসেবীরা করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন,তাদের বাড়ীতে বাড়ীতে এমপি খোকার সেচ্ছাসেবীরা নিয়মিত খাদ্য উপহার সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।





উল্লেখ্য প্রথম থেকেই এই সেচ্ছাসেবী সাংবাদিক ও সেচ্ছাসেবীরাই করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের ও করোনা আক্রান্তের সন্দেহ হয়ে যারা মারা গেছেন তাদেরও দাফন সম্পর্ন করেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭