বীর মুক্তিযোদ্ধা ও নজরুল সংঙ্গীত শিল্পী মোঃ মনোয়ার হোসেনকে রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় –ইউএনও
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও নজরুল সংঙ্গীত শিল্পী মোঃমনোয়ার হোসেন মনিরকে রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।
শুক্রবার(৫জুন) সকাল ৮টার দিকে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মনির প্রয়াত চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতির বড় ভাই। বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগ সমস্যায় ভুগছিলেন।
শুক্রবার সোনারগাঁ উপজেলার দত্তপাড়া এলাকা মসজিদ প্রাঙ্গণে বাদজুম্মা নামাজের পর রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় এসময় জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম। সোনারগাঁ উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনিসহ মুক্তিযোদ্ধাগণ ও সোনারগাঁ থানা পুলিশ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
নারায়ণগন্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,সোনারগাঁ উপজেলার নির্বাহি অফিসার সাইদুল ইসলাম,ডেপুটি কমান্ডার ওসমান গনি ও সোনারগাঁ শিল্পকলা একাডেমির সভাপতি,কন্ঠ শিল্পী ও কলা কুশলীসহ সকল সদস্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন