সড়ক দূঘর্টনায় মোটর সাইকেল আরোহী নিহত
তায়িন আহম্মেদ রাতুলঃ সড়ক দূঘর্টনায় মোটর সাইকেল আরোহী মেধাবী শিক্ষার্থী প্রান্ত রঞ্জন নামে একজন নিহত।
শনিবার(১৩জুন) দুপুরে আড়াইহাজার থানার পাচঁরুখী এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাচঁরুখী এলাকা দিয়ে মোটর সাইকেল আরোহী নরসিংদী যাওয়ার পথে পিছন থেকে একটি পিকআপ ভ্যান মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক প্রান্ত রঞ্জন নিহত হয়। এসময় তার সাথে থাকা তালহা মারাত্মক আহত হয়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়,বর্তমানে তালহার অবস্হা আংশকাজনক বলে জানা যায়।
জানা যায়,নিহত মোটর সাইকেল চালক প্রান্ত রঞ্জন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকার মনোরঞ্জন মনার ছেল ও আহত তালহা সাদিপুর ইউপির নয়াপুর এলাকার গাজীর ছেলে।
নিহত শিক্ষার্থী প্রান্ত রঞ্জন ব্যারিস্টার রাবেয়া মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন