উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বিজয়ের পিতার ইন্তেকাল,কালামের শোক প্রকাশ
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বিজয়ের পিতা হুমায়ূন কবির(৫২)ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
শুক্রবার (১২জুন) বিকেলে হৃদরোগ জনিত কারণে তিনি তার নিজ বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ এশার নামাযের পর রাত ৯ টায় তার জানাজা অনুষ্ঠিত হবে বাড়ি চিনিস হাফেজিয়া ঈদগাহ ময়দানে,জানাযা শেষে বাড়ীচিনিশ কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বিজয়ের পিতা হুমায়ূন কবিরের ইন্তেকালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন