বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি খোকার শোক প্রকাশ
তায়িন আহম্মেদ রাতুলঃ বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মনিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগন্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও নজরুল সংঙ্গীত শিল্পী মোঃ মনোয়ার হোসেন মনির কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মনোয়ার হোসেন মনির সোনারগাঁও শিল্পকলা একাডেমির সদস্য ছিলেন। তিনি নিয়মিতভাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে নজরুল সংঙ্গীত গাইতেন ও বিভিন্ন নাটকে পার্শ্ব শিল্পী চরিত্রে অভিনয় করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধা মনির হোসেন প্রয়াত চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতির বড় ভাই।
মনোয়ার হোসেন মনির সোনারগাঁও শিল্পকলা একাডেমির সদস্য ছিলেন। তিনি নিয়মিতভাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে নজরুল সংঙ্গীত গাইতেন ও বিভিন্ন নাটকে পার্শ্ব শিল্পী চরিত্রে অভিনয় করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মনোয়ার হোসেন মনিরের মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তার মৃত্যুতে শিল্পাঙ্গন ও মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন কে দুপুরে রাষ্টীয় মর্যাদায় জানাযা শেষে শেষ বিদায় জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন