মহামারী থেকে রক্ষা পেতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের কঠোর তল্লাশি,সচেতন মূলক লিফলেট বিতরণ
মোঃনুর নবী জনিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসে কঠোরভাবে তল্লাশি এবং সচেতনা মূলক লিফলেট বিতরণ করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মো. মোজফ্ফর হোসেন।
মঙ্গলবার(৯জুন) দুপুর ১২টা থেকে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন গাজীপুর হাইওয়ে রিজিয়ন পুলিশের পুলিশ সুপার আলী আহমদ খান।
এ সময় গাজীপুর হাইওয়ে রিজিয়ন পুলিশের পুলিশ সুপার আলী আহমদ খান বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হচ্ছে একটি গুরুতপূর্ণ স্থান। আমরা হাইওয়ে পুলিশ কোন ভাবেই চাঁদাবাজী করতে দিব না। কেউ যদি কোন পরিবহনে বা গণপরিবহনে চাঁদাবজি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবো। করোনার দুর্সময়ে আমরা কঠিন সময় পার করতেছি। বিশেষ করে যাত্রীরা যদি মাক্স না পড়ে, পরিবহনে জীবানুনাশক স্পে না করে, নিয়মিত আমরা তল্লাশি করিতেছি, আমরা জরিমানা ও ক্ষেত্র বিশেষ গাড়ী আটকও করিতেছি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা সচেতনা মূলক লিফলেটও বিতিরণ করিতেছি। তারপরও আমরা আহবান করিবো আপনার জীবন আপনার হাতে, যদি আমরা বাঁচতে চাই আপনার জীবন আপনার হাতে, আপনার সুরক্ষা আপনার হাতে, করোনার এই মরনঘাতি থেকে বাঁচতে চাই, আমাদের নিজে থেকে সচেতন হতে হবে। তারপরও আমরা কিন্তু আপনাদের সহযোগিতা করতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন