ইউএনও আতিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলহাজ্জ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
মঙ্গলবার(২৮জুলাই)বিকেলে উপজেলা কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।
উল্লেখ্য সদ্য বদলী হওয়া নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে ৩১ তম বিসিএস (প্রশাসন) কর্মকর্তা আতিকুল ইসলাম গত সোমবার (২৭ জুলাই) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।