অসচ্ছল সাংস্কৃতি সেবীদের মাঝে চেক তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার
আজকের সংবাদ ডেস্কঃ করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানিকগঞ্জ ঘিওর উপজেলার অসচ্ছল সাংস্কৃতি সেবীদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে অনুদানের অর্থ সংস্কৃতি কর্মীদের হাতে তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।
প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এসময় উপস্থিতি ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তাসহ আরো অনেকে ।