প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি,ডাকাতের হামলায় আহত-১
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি। অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল।
গতকাল সোমবার রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল রাত ১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের প্রবাসী রবিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা। ১০/১৫ জনের একটি ডাকাতদল নৌকা যোগে এসে বাড়ীতে হানা দেয়। এসময় ডাকাতরা বিল্ডিংয়ের কেচি গেইট ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
অস্ত্রের মুখে রবিনের স্ত্রী ও তার মাকে জিম্মি করে আলমারীতে থাকা নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও ৬ভরি স্বর্ণলঙ্কার দুটি স্মার্টফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এরপর একই কায়দায় রবিনের বড় ভাই নুরা মিয়ার বাড়ীতে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা কালে নুরা মিয়ার ছেলে সাব্বির বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে ডাকাতরা পালিয়ে যায়।
পরে আহত সাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এখবর পেয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শরীফ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন