র্যাব-১১র হাতে দেশীয় ধারালো অস্ত্র ও মাদকসহ গ্রেফতার-৩
আজকের সংবাদ ডেস্কঃ র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প কর্তৃক মাদক এবং দেশীয় ধারালো অস্ত্রসহ ৩ জন গ্রেফতার করে।
র্যাব-১১, সিপিএসসি,নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গতকাল রাত নয়টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামগড় এলাকার হুমায়ুনের বসত ঘরের ভিতরে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ মাকসুদুল আলম (২৮),মোঃ মামুন মিয়া (৩৫) ও মোঃ সোহেল (২১),কে ১০৫ পিস ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। যাহার মূল্য আনুমানিক ৩১,৫০০/-(একত্রিশ হাজার পাঁচশত) টাকা।তারা প্রত্যেকেই বন্দর উপজেলার ধামগড় গ্রামের বাসিন্দা।
উক্ত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় ও অস্ত্রের মুখে জিম্মি করে এলাকার বিভিন্ন লোকজন থেকে বিভিন্ন সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত বলিয়া জানা যায়। ধৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও অস্ত্র আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন