সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত ওসি রফিকুল ইসলামের মতবিনিময়
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ থানায় সদ্য যোগদান করা ওসি মোঃরফিকুল ইসলাম সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
রোববার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান মোল্লা,সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম,সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক মোঃনুর নবী জনি।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সালাউদ্দিন মোল্লা,যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রানা,সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সিফাত,সদস্য মোঃহাবীবুর রহমান,মোঃ ইমরান হোসেন, শাহীন সাকি প্রমুখ।
মতবিনিময় সভায় ওসি রফিকুল ইসলাম বলেন,মাদক, চাঁদাবাজির সাথে কোন আপোষ করা হবে না। সকলের সহযোগিতায় চাঁদাবাজি,মাদক নির্মূল করা হবে। এছাড়াও থানার কোন অফিসার দায়িত্ব অবহেলা করলে কোন ছাড় দেওয়া হবে না। থানায় কোন মামলা বা জিডি করতে টাকা লাগবে না। কাউকে টাকা দেবেন না। মামলা করার উপযোগী হলে এমনিতেই মামলা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন