জামপুরে আঃলীগ ও অঙ্গ সংগঠন আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯আগষ্ট) জামপুর ইউনিয়ন আঃলীগ ও অঙ্গ সংগঠন আয়োজনে এ আলোচনা সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগন্জ জেলা আঃলীগ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম।
সার্বিক পরিচালনায় ছিলেন,নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগ সহ-সভাপতি দেওয়ান কামাল।
জামপুর ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শাজাহান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী সাহাবুদ্দিন সাবু,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের সাবেক প্রথম যুগ্ম-সম্পাদক দেওয়ান মোস্তফিজুর রহমান মোস্তফা, যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলামিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো.গোলজার হোসেন, জামপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুন নুর ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব,মো.বাবুল।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন,যুবলীগ নেতা তাইজদ্দিন ভূঁইয়া,আব্দুল আলী,আবুল কাশেম, আজিজুল হক,ছাত্রলীগ নেতা মো.রফিকুল ইসলাম, দেওয়ান লুৎফর,ছাত্রলীগ নেতা মো.শামীম, স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন ও যুবলীগ সহ-সভাপতি আল মামুন দেওয়ানসহ উপজেলা ও অত্র ইউনিয়নের শত শত আঃলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া শেষে গণভোজ বিতরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন