নিখোঁজের ৩ দিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ থেকে নিখোঁজের ৩ দিন পর আশু মোল্লা নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা জানান, বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের নিজ বাড়ি থেকে আশু মোল্লা অটোরিকশা নিয়ে বের হন। এরপর রাতে আর তিনি বাড়িতে ফিরেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
৮ আগস্ট শনিবার সকালে আড়াইহাজার উপজেলার বইলার কান্দি সুইচগেট বালুরঘাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নিহত আশু মোল্লার গলায় ছুরিকাঘাত রয়েছে। তাকে হাত-পা ও মুখ বেঁধে ছুরিকাঘাতে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।
শনিবার সকালে বইলার কান্দি সুইচগেট বালুরঘাট এলাকায় স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন