জমি সংক্রান্ত বিরোধে পঞ্চাশোর্ধ্ব মহিলাসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

জমি সংক্রান্ত বিরোধে পঞ্চাশোর্ধ্ব মহিলাসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা


জমি সংক্রান্ত বিরোধে পঞ্চাশোর্ধ্ব মহিলাসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে পঞ্চাশোর্ধ্ব মহিলাসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





এ ঘটনায় গত বুধবার রাতে আহত বাবুল মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।





সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজাহারে বাদী উল্লেখ করেন,সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের লতিফ,মান্নান ও জাহাঙ্গীর মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।তারই বিরোধের জের মঙ্গলবার দুপুরে সালিশ হয়। সালিশের  মধ্যেই কথা কাটাকাটির এক পর্যায়ে আঃলতিফের ছেলে কামাল পঞ্চাশোর্ধ্ব মহিলা বিউটি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।





এসময় আকলিমার নির্দেশে ও কামালের নেতৃত্বে দেশীয় অস্ত্র,দাঁ,লোহার রড,কাঠ ও বাঁশের লাঠিসোটায় সজ্জিত হয়ে ফাহিম,রুমানা,সবুজ,শাহীন,নয়ন,জাহাঙ্গীর, আম্বিয়া, লাভলী,ইমন ও মিলনসহ ১০-১২জনের একটি দল পঞ্চাশোর্ধ্ব বিউটি বেগম,আঃকাদির,বাবুল ও সানজিদাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।





এসময় স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।





মামলার তদন্ত কর্মকর্তা এস আই আঃরউফ বলেন মামলার তদন্ত কাজ এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭