নুনেরটেকের অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত, আটক ৬
মোঃ নুর নবী জনিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক ও মায়াদ্বীপের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৫ আগষ্ট) ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে হাতেনাতে ৬জন কে আটক করে উপজেলা প্রশাসন।
আটককৃতরা হলেন, ১) রিয়াজুল (৫২), পিতাঃ মঞ্জুর হক, ২) সেলিম হোসেন (৩৫), পিতা মৃত আঃ রাজ্জাক মোল্লা, ৩) আঃ মান্নান (৩৫), পিতাঃ ইলিয়াছ মিয়া, ৪) জয়নাল আবেদীন, পিতাঃ শাহ আল মিয়া, ৫) কবির, পিতাঃ আঃ রহিম, ৬)জহিরুল আলম মোরশেদ, পিতাঃ মোঃ মোরশেদ
এসময় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহায়তা করেন সহকারী কমিশনার (ভুমি) আল-মামুন। এছাড়া সোনারগাঁ থানা পুলিশের সেকেন্ড অফিসার পঙ্কজ ক্রান্তি সরকার এস আই আঃ রবসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬জন কে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন