সোনারগাঁ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্ককরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সোনারগাঁয়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোনারগাঁ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
শনিবার(১৮ আগষ্ট )বিকেলে সোনারগাঁ থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে তে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) মোঃ খোরশেদ আলম।
সোনারগাঁ থানার ওসি( তদন্ত) শরীফ আহমেদ,তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ,সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা গন, এসময় সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মাদক নির্মুলে করনীয় বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন