লাঙ্গলবন্দ স্নান ঘাট উন্নয়ণ কাজের পরিদর্শনে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান পিএএ
আজকের সংবাদ ডেস্কঃ হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও মহাপূণ্য স্থান হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ স্নান ঘাট উন্নয়ণ কাজের পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।
বৃহস্পতিবার(২৭আগষ্ট) বিকেল ৪টায় তিনি লাঙ্গলবন্দ বাজার এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রীজ সংলগ্ন কয়েকটি ঘাটের উন্নয়ণ কাজ পরিদর্শণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোঃ জসিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (খ)সার্কেল খোরশেদ আলম,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুল্কা সরকার,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-মামুন ও বন্দর সহকারী কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরীনসহ সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দিন ভূঁঞাসহ অন্যান্য দফতর প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় লাঙ্গলবন্দ স্নানঘাটের উন্নয়ণ কাজের অগ্রগতি এবং উন্নয়ণ কাজের বাস্তব চিত্র স্বচক্ষে দেখে ঢাকা বিভাগীয় কমিশনার সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ণ কাজের সার্বিক তত্বাবধানের জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোঃ জসিম উদ্দিনকে ধন্যবাদ জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন