র্যাবের অভিযানে ৪কেজি গাঁজাসহ মহিলা মাদক কারবারি আটক
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের চেকপোস্টে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে তল্লাশী করে ৪ কেজি গাঁজাসহ ইয়াসমিন আক্তার জুঁই(২২)কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার(১২সেপ্টেম্বর) র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার(১১সেপ্টেম্বর)দুপুরে এ অভিযান চালায় র্যাব।
গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গুনিত্তক এলাকার।সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিবহনযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ,ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল।
এসময় র্যাব সুত্রে জানাযায়,গ্রেফতারকৃত আসামী নরসিংদী জেলার মাদক ব্যবসায়ী মহিব শেখকে দীর্ঘদিন ধরে গাঁজা সরবরাহ করে দিতো। মহিব শেখ অপর গ্রেফতারকৃত আসামী মোঃ বুরুজ মিয়ার যোগসাজশে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন