সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পৌরএলাকার ১নং ওয়ার্ডে জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭সেপ্টেম্বর)বিকেলে পৌরসভার দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আক্তার হোসেন ভূঁইয়া সভাপতি ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জামানের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল উপস্থিত থেকে সকলের সম্মতিক্রমে আক্তার হোসেন ভূঁইয়া সভাপতি ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এসময় সভায় আরও উপস্থিতি ছিলেন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,দফতর সম্পাদক মাহবুবুর রহমান কামাল,জতীয় পার্টি নেতা ফজলুল হক মাস্টার, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ আলী,জাতীয় পার্টির নেতা গরীব নেওয়াজ, পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,জাতীয় পার্টি নেতা মোক্তার হোসেন,মিলন মিয়া, আঃরউফ,হানিফ মাস্টার,আলহাজ মোস্তাফা কামাল, কাউন্সিলর শাহজালাল,আক্তার হোসেন ভূঁইয়া,জসিম উদ্দিন,মজিবর,শামীম মিয়া,আইয়ুব খানঁ,আবু তালেব চৌধুরী জিসানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন