তল্লায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এমপি খোকার শোক প্রকাশ
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে গত শুক্রবার এশার নামাযের সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব,প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
‘উক্ত ঘটনায় এ পর্যন্ত ২৪জন মুসল্লী মৃত্যুবরণ করেছেন এবং আরও ১৩জন মুসল্লী দগ্ধীভূত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন আছেন।
এমপি খোকা বলেন,এটি একটি হৃদয়বিদারক ঘটনা এবং আমরা সবাই এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। এধরণের অনাকাঙ্খিত ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতায় দোয়া কামনায় করছি। এসময় তিনি গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত প্রতিটি পরিবারের জন্য সমবেদনা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন