মির্জা আজম এমপির সাথে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি সৌজন্য সাক্ষাৎ
তায়িন আহম্মেদ রাতুলঃ বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী মির্জা আজম (এমপি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটিসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতা কর্মীরা।
শনিবার(১৯সেপ্টেম্বর) সকালে তারা মির্জা আযম এমপির বাসভবনে গিয়ে এ সাক্ষাত করেন। এ সময় মির্জা আযম উপজেলা আহবায়ক কমিটিকে আরো গতিশীল হয়ে দলের কর্মকান্ড পরিচালনা করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আবুল হাসনাত শহীদ বাদল,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু),উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাসেল, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন