পিরোজপুর ইউনিয়নে ৪শত ৫০টি পরিবারের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরণ
আজকের সংবাদ ডেস্কঃ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ,এই শ্লোগানকে সামনে রেখে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে, ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে ৪শত ৫০টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদ্রারিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মির্জা মাহবুর রহমান মামুন,পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্যগন,ইউপি সচিব মফিজুর রহমান সুমনসহ আরোও অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন