অসুস্থ যুবলীগ নেতার পাশে ইঞ্জি: মাসুম
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম যুবলীগ নেতা শাহিন মির্জার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কিডনি রোগে আক্রান্ত শয্যাশায়ী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারার কথা জানিয়ে স্টাট্যাস দিলে তার চিকিৎসার দ্বায়ভার গ্রহণ করেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গ্যাস্ট্রো লিভার হসপিটালে শাহিনের চিকিৎসার খোঁজ খবর নিতে গিয়ে তিনি তাকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম শাহিনের মাকে শাহিনের চিকিৎসার জন্য যা যা করণীয় তা করবেন বলে তিনি আশ্বস্ত করেন। এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, শুধু শাহিন নয় একটি নেতার দায়িত্ব উপজেলার প্রতিটি অসুস্থ নেতাকর্মীর পাশে দাড়ানো । আমি সেই দায়িত্ববোধ থেকেই নিজ উদ্যোগে কর্মীদের খোঁজ খবর রাখি ইনশাআল্লাহ আগামীতেও রাখবো।
শাহিন মির্জা সোনারগাঁ উপজেলার যুবলীগ নেতা তার বাড়ী উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন