সোনারগাঁয়ের রাস্তার পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নাগেরগাঁও থেকে দুধঘাটা শেষ পান্তের রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে এ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
পিরোজপুর ইউপি নাগেরগাঁও থেকে ভায়া নয়াগাঁও মঙ্গলেরগাঁও, বটতলার দুধঘাটা ২২০৮০ মিটার রাস্তার পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়নগন্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,দফতর সম্পাদক মাহাবুবুর রহমান কামাল,জাতীয় পার্টির নেতা শামিম আহম্মেদ,আনিসুর রহমান বাবু, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন,জাতীয় পার্টি নেতা সোবহান আহমেদ, পিরোজপুর ইউপির সকল সদস্য,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন