বিভিন্ন মাদ্রাসার কয়েকশ এতিমদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো বিডি ক্লিন সোনারগাঁও
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সোনারগাঁও পরিবারের সুনাগরিক হওয়ার চর্চায় ১ম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁওয়ে বিভিন্ন এতিমখানার ১৬০ এতিম ও মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর)সকাল ১১ টায় বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানার সার্বিক তত্তাবধানে কোমলমতি এতিম মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, গজল/হামদ নাত প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও তাদের জন্য একবেলা খাবার খাওয়ার আয়োজন পরিচলনা করেন বিডি ক্লিন সোনারগাঁয়ে অর্ধ শতাধিক সদস্য।
বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান রানা জানান,পরিচ্ছন্নতায় সোনারগাঁওয়ে আমাদের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন মাদ্রাসার ১৬০ জন এতিম বাচ্চাকে নিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান পালনের জন্য গাছ লাগানো, তাদের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কি ধরনের কাজ করতে হবে তা পৌঁছে দিতেই আজকের আয়োজন। গত বছরের ৩রা সেপ্টেম্বর আমাদের কার্যক্রম করার মধ্য দিয়ে ইতিমধ্যে আমরা সোনারগাঁওয়ের ৪০টির ও বেশি এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৩৮০ জনের বেশি সদস্য নিয়মিত রক্ত দানে অংশ গ্রহণ করার পাশাপাশি করোনা পরিস্থিতিতে ত্রান, কোভিড-১৯ জনিত কারণে মৃত ব্যক্তির লাশ দাফন কাফন সম্পন্ন কার্যক্রম, জীবাণু নাশক স্প্রে, মাস্ক বিতরণ সহ সচেতনতা মূলক বিভিন্ন কাজে সবসময় মানুষের পাশে মানবিক সেবায় নিয়োজিত রয়েছেন।
বিডি ক্লিন সোনারগাঁও পরিবারের অনারেবল মেম্বার নোবেল মীর জানান, গত ১৯ আগষ্ট বিডি ক্লিনের গাজীপুর অতিরিক্ত সমন্বয়ক তাওহীদ শিকদার নামে আমাদের এক ভাইকে আমরা হারিয়েছি। তাই বিডি তারুণ্যের শক্তি তাওহীদ ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কুরআন শরীফ খতম ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, গণমাধ্যম কর্মী গাজী আশরাফুল ইসলাম, আব্দুল আজীজ মাষ্টার, মসিউল আলম, জাহাঙ্গীর হোসেন সহ বিডি ক্লিন সোনারগাঁও পরিবারের অর্ধ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন