নারায়ণগন্জ মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ
নারায়ণগন্জ প্রতিনিধীঃ নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত অর্ধশতাধিক মুসল্লি গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার(৪ সেপ্টেম্বর) এশার নামাজ চলাকালে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় মসজিদে ৬টি এসি ছিল এবং সেখান থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অর্ধশতাধিক আহত হলে তাদের বুকফাটা আর্তণাদ এবং আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদেরকে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, মসজিদের এসি বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস কাজ অব্যাহত আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন