ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় শিবালয় উপজেলা পরিষদের প্রতিবাদ ও মানববন্ধন
আজকের সংবাদ ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবালয় উপজেলা পরিষদ ।
সোমবার(৭সেপ্টেম্বর)সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১ ব্যাচের কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের দ্রুত সুস্থতা কামনা করছে।
এ সময় এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি দায়িত্ব পালনরত সকলের যথাযথ নিরাপত্তা জোরদার করার দাবি জানায় তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারশিদ বিন এনাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন সুদেব রায়, সমাজ সেবা কর্মকর্তা পলাশ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন