জাতীয় পার্টির পক্ষ থেকে পৌর নির্বাচনে মেয়র পদে এমপি পত্নী ডালিয়া লিয়াকতকে প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগন্জ সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির ৭নং ওয়ার্ডের সন্মেলন উপলক্ষ্যে পৌরসভার কেন্দ্রীয় গণ বিদ্যালয় (বেইস) মিলনায়তনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯সেপ্টেম্বর)বিকেলে পৌরসভার কেন্দ্রীয় গণ বিদ্যালয় (বেইস) মিলনায়তনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জামানের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল,
এসময় আরও উপস্থিতি ছিলেন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাবেদ রায়হান জয়, সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান কামাল,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতা রেজাউল করিম,পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী,জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন,গরীব নেওয়াজ,জাতীয় পার্টির সোনারগাঁ পৌরসভার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি,পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি,দুলাল মিয়া,পারভীন আক্তার,নারী নেতৃি জাহানারা আক্তার, জাতীয় পার্টির নেতা মুক্তার হোসেন,জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ শহীদ প্রমুখ।
সভায় সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির ৭নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মহিউদ্দিন ও ইমাম হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তাছারা সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির পক্ষ থেকে আসন্ন সোনারগাঁ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ডালিয়া লিয়াকত কে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয় ।