পৌরসভার ৩ নং ওয়ার্ডে জাতীয় পার্টির কমিটি গঠন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা ৩ নং ওয়ার্ডে জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে।
সোমবার(২১সেপ্টেম্বর)বিকালে সোনারগাঁ পৌরসভা ৩ নং ওয়ার্ডের টিপর্দী এলাকায় এ কমিটি গঠন করা
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব,প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল এ কমিটি গঠন করেন।
সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জামানের সভাপতিত্বে সভায় সকলের সম্মতিতে জাতীয় পার্টির হাজী হাবিবুর রহমানকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,পৌরসভা জাতীয় পার্টি নেতা লিয়াকত আলী,সাবেক কাউন্সিলর গরীব নেওয়াজ, জাতীয় পার্টি নেতা মোঃ শহীদ, জাতীয় পার্টির নেতা মোক্তার হোসেন,মজিবর ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পৌরসভা সভাপতি ওমর ফারুক টিটু প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন