সোনারগাঁয়ের স্কুল ছাত্রীকে অপহরণের দীর্ঘদিন পরও উদ্ধার হচ্ছেনা
আজকের সংবাদ ডেস্কঃ নবম শ্রেণিতে পড়ুয়া এক কোমলমতি ছাত্রীকে অপহরণ করেছে মুজাহিদ নামের এক বখাটে। অপহরণ হওয়া স্কুল ছাত্রীর নাম সানজিদা খানম মলি।সে সোনারগাঁও উপজেলার হাবিবপুর এলাকার বাসিন্দা ইমরান মিয়ার মেয়ে ।
অপহরণকারী মুজাহিদ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাতপাড়া(মুন্সিবাড়ী) সফিবাদ এলাকার মোঃ ফিরোজ মুন্সির ছেলে।
অপহৃত স্কুল ছাত্রীর পরিবারের দাবী গৌরিপুর ট্রান্সপোর্টের মালিক বিল্লাল মুন্সি এবং বারপাড়া ইউপির মেম্বার ইসমাঈলের সহযোগিতায় স্কুল ছাত্রীকে অপহরণ করেছে বখাটে মুজাহিদ।
অপহৃত স্কুল ছাত্রীর পরিবারের স্বজনরা জানান, অপহরণের ঘটনায় এপর্যন্ত ঢাকা,নারায়ণগঞ্জ কোর্ট এবং সোনারগাঁও থানায় তিনটি মামলা করেও মেয়ের কোন সন্ধান পাচ্ছিনা। তবে গত ছয় মাস আগে একবার অপহরণের পর পুলিশের সহযোগীতায় মেয়েকে ফিরে পাওয়ার পর আবার বিল্লাল মুন্সি ও ইসমাঈল মেম্বারের সেল্টারে সব শেষ গত মার্চ মাসের ১তারিখ বিকেল ৩টায় মোগড়াপাড়া চৌরাস্তা থেকে বখাটে মুজাহিদ মেয়েটিকে অপহরণ করে।
এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী এসআই রোস্তম আলী জানান,আগের অপহরণ মামলায় মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছিলাম। সেই মামলায় চার্জসীট প্রদান করা হয়েছে।গ্রেফতারী পরোয়ানা আসলে অবশ্যই গ্রেফতার করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন