কোস্ট গার্ডের সহায়তায় ২০ হাজার মিটার টোনা জাল জব্দ
আজকের সংবাদ ডেস্কঃ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে নারায়ণগঞ্জ কোস্ট গার্ডের সহায়তায় মেঘনা নদী থেকে ২০ হাজার মিটার টোনাজাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।
সোমবার(১৯অক্টোবর) সকালে মেঘনা নদী থেকে এ টোনাজাল জব্দ করা হয়।
সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান,সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকারের অপরাধে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে ২০ হাজার মিটার টোনা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি আরো জানান,মা ইলিশের প্রজনন নিশ্চিত করে চলতি মাসের ১৪ তারিখ থেকে টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, সরবরাহ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন