দুই বোনকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেফতার
নারায়ণগন্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় আপন দুই বোন ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক কেয়ারটেকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে বারটায় দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু বক্কর নোয়াখালীর সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত অদুল্লা মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর হোসেন জানান,রাতে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবু বক্করকে ৬ তলার ওপরের একটি কক্ষে থেকে দরজা ভেঙে গ্রেফতার করা হয়।
দুই কিশোরীর বাবা জানান,একই এলাকায় বসবাস করায় অভিযুক্ত আবু বক্করকে তারা নানা বলে ডাকতো। গত ৫ সেপেম্বর তারা অভিমান করে খালায় বাসায় যাওয়ার পথে তাদেরকে ডেকে নেয় কেয়ারটেকার। এ সময় ৬ তলা ভবনের নিচ তলায় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন