শিবালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ত্রিশ লক্ষ কারেন্ট জাল ধংস ও জেলেদের জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে ত্রিশ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।
সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ এর ৩(১) ধারায় জেল ও জরিমানা করেন। এ ছাড়াও অভিযানের সময় জব্দ করা ত্রিশ লক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এসময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন জানান,মা ইলিশের প্রজনন নিশ্চিত করে চলতি মাসের ১৪ তারিখ থেকে টানা ২২ দিন ইলিশ মাছ ধরা,সরবরাহ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার তারই প্রেক্ষাপটে এ অভিযান করা হয়েছে আগামীতে ও এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) শিবালয় মানিকগঞ্জ,সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, এবং তেওতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন