মহানবী (সা.) কে ব্যঙ্গ করার প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল
নিজেস্ব প্রতিবেদকঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হাবিবপুর ঈদগাহ মাঠে সোনারগাঁও উলামা ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মাদরাসার প্রায় ৮ হাজার শিক্ষার্থী ও মুসুল্লিরা একত্রিত হয়ে বিশাল একটি মিছিল বের করে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যঙ্গচিত্র প্রর্দশনকারীদের শাস্তি দাবি ও ফ্রান্সের পণ্য বর্জন ও দূতাবাস বন্ধ করে দেয়ার আহবান। পরে নবীজীর সম্মানে রাস্তায় শুয়ে দোয়া অংশ নেন কয়েক হাজার মুসল্লি।
সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় অবস্থিত সকল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসুল্লিরা এতে অংশ গ্রহন করেন।
সোনারগাঁও উলামা ঐক্য পরিষদ এর সভাপতি আলহাজ্ব হাফেজ মহিউদ্দিন বলেন, আমাদের মুসলিম জাহানের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সোনারগাঁওয়ে সকল ইমাম ও মুমিন মুসলমানগন একত্রিত হয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমি ওলামা কেরামদের পক্ষ থেকে সোনারগাঁওয়ের সকল মুসলমানদের একত্রিত হয়ে আমাদের ইমানী দায়িত্ব পালন করার জন্য প্রতিবাদ সমাবেশ অংশ গ্রহন করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন