সোনারগাঁয়ে উপনিবাচনে এমপি খোকার সমর্থিত প্রার্থী জয়ী
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপ নিবাচনে এমপি খোকার সমর্থিত প্রার্থী মোরগ মার্কার প্রতীক সাকিব হাসান জয় ৮৬৬ ভোট পেয়ে, ৪০ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
অপরদিকে তালা মার্কা প্রতীক মুক্তার হোসেন পেয়েছেন ৮২৬ ভোট ও মোরগ মার্কা প্রতীক সাকিব হাসান জয় পেয়েছে ৮৬৬ ভোট।
ভোট শেষে জাতীয় পার্টির সর্মথিত প্রার্থী সাকিব হাসান জয়কে বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়।
এসময় এলাকাবাসী জানান, ৬নাম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আলেক মিয়া গত প্রায় তিনমাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই ওয়ার্ডে উপনির্বাচনে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ছেলে মোক্তার হোসেন ও মোরগ প্রতীক নিয়ে সাবেক মেম্বার জজ মিয়ার ছেলে সাকিব হাসান।
প্রার্থী মোক্তার হোসেন বলেন, ভোটারের উপস্থিতি অবাক করার মতো। আমরা বাড়ি বাড়ি প্রশাসনের কঠোর অবস্থানের কথা বুঝাতে পেরেছি। গতরাতে আমাদের উপর একটি প্রভাবশালী মহলের সন্ত্রাসী হামলায় ওসি সাহেব যে ভূমিকা রেখেছেন এতে মানুষ বিশ্বাস করেছে ভোট কেন্দ্রে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। তাই মানুষ ভোট দিয়ে নিশ্চিন্তে বাড়ি যাচ্ছে।
অন্য প্রার্থী সাকিব হাসান জানান, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে এটাই তাদের সফলতা। জয় পরাজয় যাই হোক তা মেনে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, সুশৃঙ্খলভাবে ভাবে সবাই ভোট দিতে পেরেছেন। নির্বাচন শতভাগ সুষ্ঠ করতে র্যাব, পুলিশ,রিজার্ভ পুলিশ ও গ্রাম পুলিশ কাজ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন