আসন্ন পৌর নির্বাচনে এমপি পত্নী ডালিয়া লিয়াকতকে প্রার্থী ঘোষনা করে সরে দাড়ালেন মেয়র সাদেক
আজকের সংবাদ ডেস্কঃ আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে এমপি পত্মী ডালিয়া লিয়াকতকে মেয়র প্রার্থী ঘোষনা করে সরে দাড়ালেন বর্তমান মেয়র সাদেকুর রহমান।
শনিবার (৩রা অক্টোবর) রাতে সাদেকুর রহমানের নিজ বাস ভবন গোয়ালদী গ্রামে লিয়াকত হোসেন খোকাসহ অন্যান্য জাতীয়পার্টির নেতৃবৃন্দের সামনে তিনি এ ঘোষনা দেন।
সকল জল্পনা-কল্পনা শেষে অবশেষে সোনারগাঁয়ের সংসদ লিয়াকত হোসেন খোকার পত্মী ডালিয়া লিয়াকতকে প্রার্থী ঘোষনা করেন আসন্ন সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী থেকে সরে দাড়ান বর্তমান মেয়র সাদেকুর রহমান। ঘোষনায় সময় মেয়র সাদেকুুুর রহমান এমপি পত্নী ডালিয়া লিয়াকতের মাথায় হাত দিয়ে তাকে দোয়া করে বলেব আসন্ন পৌরসভা নির্বাচনে আমার প্রার্থী ডালিয়া লিয়াকত।
এর আগেও তিনি সাংবাদিকদের বলেছিলেন মৃত্যুর আগে তিনি নৌকা প্রতিকের মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচন হয়ে মরতে চান। সে সময় তিনি আরো বলেছিলেন তিনি নৌকা প্রতিক না পেলেও পৌর নির্বাচনে অংশ নিবেন। সেই ঘোষনার কয়েকদিন পরই তিনি সিদ্বান্ত বদলে নির্বাচন থেকে সরে গিয়ে ডালিয়া লিয়াকতকে প্রার্থী ঘোষনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন