জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় পার্টির নেতা আলী আকবরকে কুপিয়ে আহত করার ঘটনায় নারায়ণগন্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন যুবলীগের প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুর রহিম ও সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সভাপতি ওবায়দুল্লাহ বাদলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সোনারগাঁ পুলিশ।
জাতীয়পার্টির নেতা আলী আকবরকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে গত শনিবার তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, গত বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসীরা বিল্ডিংয়ের কেচি গেইটের তালা ভেঙ্গে আলী আকবরের রুমে প্রবেশ করে সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় আলী আকবর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় এজাহারভুক্ত ও আলী আকবরের জবানবন্দিতে ৫ জনের নাম উল্লেখ করে। তার মামলা ও জবানবন্দি মোতাবেক গতকাল শনিবার তাদের গ্রেফতার দেখিয়ে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। পরে সে মামলায় রোববার তাদের গ্রেফতার দেখানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন