ডালিয়া লিয়াকতকে আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী ঘোষণা
আজকের সংবাদ ডেস্কঃ আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে পৌর নাগরিক কমিটির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন পৌর কমিটির উপদেষ্টা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যর সহধর্মিণী ডালিয়া লিয়াকত।
শনিবার(৩১অক্টোবর)সন্ধ্যায় পৌর এলাকার দিঘির পারে অবস্থিত সোনারগাঁ রয়েল রিসোর্ট হলরুমে পৌর নাগরিক কমিটির এক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে ডালিয়া লিয়াকতকে নাগরিক কমিটির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন,পৌর নাগরিক কমিটির সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান ভূঁইয়া।
সভা পরিচালনা করেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব সাইদুর রহমান মোল্লা।
সভায় বক্তারা বলেন সোনারগাঁ উপজেলা মেয়র নির্বাচনের ইতিহাসে প্রতিবারই পৌর নাগরিক কমিটির মনোনীত প্রার্থী নির্বাচিত হয়।পৌরসভার উন্নয়ন ও শান্তি রক্ষায় যোগ্য প্রার্থী হিসেবে এবার এমপি পত্নী ডালিয়া লিয়াকত কে পৌর নাগরিক কমিউনিটির পক্ষে মনোনয়ন ঘোষণা করা হলো আমরা আশা করি তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবে। তিনি নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন ও পৌরবাসী শান্তিতে থাকবে ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিতি ছিলেন,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিণী মেয়র পদ প্রার্থী ডালিয়া লিয়াকত,পৌর নাগরিক কমিটির সহসভাপতি রেজাউল করিম, মোঃআলী,মোঃ আনোয়ার হোসেন আসাদুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদসা,পৌর কাউন্সিলর নাসিম পাশা,পৌর নাগরিক কমিউনিটির যুগ্ম সম্পাদক মোতালেব মিয়া স্বপন,আল আমিন তুষার,পৌর নাগরিক কমিউনিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু,ফজলুল হক মাস্টার, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতা রেজাউল করিম,লিয়াকত আলী,গরীব নেওয়াজ,মোহাম্মদ আলী, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপন, মনিরুজ্জামান মধু,পারভীন আক্তার,নারী নেত্রী জাহানারা আক্তার,পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,মোক্তার হোসেন,৯নং ওয়ার্ড সভাপতি রাসেল,১নং ওয়ার্ড সভাপতি আক্তার হোসেন,৪নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান,৭নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন আহমেদ,জাতীয় পার্টির নেতা জাহের মোল্লা,বাসেদ মেম্বার,রেহেনা আক্তার প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন