সন্ত্রাসী হামলায় আহত জাপা নেতাকে দেখতে হাসপাতালে এমপি খোকা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা সন্ত্রাসীদের হামলায় আহত সোনারগাঁয়ের জাতীয় পার্টি নেতা আলী আকবরকে দেখতে গেলেন রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে।
গতকাল শুক্রবার(৩০শে অক্টোবর) রাত ৯টায় রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত জাতীয় পার্টি নেতা আলী আকবরকে দেখতে যান।
এসময় এমপি খোকা আহত জাতীয় পার্টি নেতা আলী আকবর এর শারিরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় আরও উপস্থিতি ছিলেন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।
উল্লেখ গত বৃহস্পতিবার(২২শে অক্টোবর)আনুমানিক রাত ২টার দিকে ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসীরা বিল্ডিংয়ের কেচি গেইটের তালা ভেঙ্গে আলী আকবরের রুমে প্রবেশ করে সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় আলী আকবর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন