সাড়া পাচ্ছে ‘বলো দুগ্গা মাঈকী’ (ভিডিও) - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

সাড়া পাচ্ছে ‘বলো দুগ্গা মাঈকী’ (ভিডিও)


সাড়া পাচ্ছে ‘বলো দুগ্গা মাঈকী’ (ভিডিও)





আঃ কাদিরঃ সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘বলো দুগ্গা মাঈকী’ শিরোনামের একটি গান। সাহিদ হিরার সুরে গানটি গেয়েছেন সুর্মি রয়। এটি লিখেছেন জাকির সায়েদ। গানটির মিউজিক করেছেন এমএম.পি রনি। রাজু আহমেদ এর ভিডিও পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন সামান্তা, রিয়েল সহ আরও অনেকে।





গত শনিবার(২৪ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে ‘সান প্রডাকশন হাউস’র ব্যানারে গানটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই বেশ সাড়া পাচ্ছে ভিডিওটি।





এনিয়ে সুরমী রয় বলেছেন, ‘আমার জীবনের প্রথম মৌলিক গান ‘বলো দূগ্গা মাঈকী জয়’। আর প্রথম গানে এতো সারা পেয়ে আমার কাজের প্রতি উৎসাহটা আরও বেড়ে গেছে। এইভাবে সকলের ভালোবাসা থাকলে অনেক ভালো ভালো গান উপহার দিতে পারবো।’





এই প্রসঙ্গে তারা বলেন, ‘নিজেদের সব টুকু দিয়ে কাজটি করেছি। গানটি নিয়ে আমরা সবাই আশাবাদী। আসা করি গানটি সবাই দেখবেন অনেক ভালো লাগবে।’



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭