সোনারগাঁয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০পালিত
মোঃ নুর নবী জনিঃ "উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি"এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সভাকক্ষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০পালিত হয়েছে।
বুধবার(১৪অক্টোবর)সকালে উপজেলা সভাকক্ষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলার প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্যানিটেশন সম্পর্কে আমাদের সকলকেই সমাজ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীদের মধ্যে এর সুফলের আলো ছড়িয়ে দিয়ে পারলেই আমাদের এ অনুষ্ঠানের সফলতা পাওয়া যাবে।
উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী নাজমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাহমুদা আক্তার।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন