পরিববহনে চাঁদাবাজিকালে র্যাবের হাতে এক চাঁদাবাজ গ্রেফতার
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেটগামী মহাসড়কের পশ্চিমে লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মোঃ মোমেনকে (৩৫) হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার(৩১অক্টোবর) সকালে র্যাব-১১ এই অভিযান চালিয়ে চাঁদাবাজির নগদ ২ হাজার ১২০ টাকাসহ তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, এই চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় যাত্রীবাহী লেগুনা থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে লেগুনা প্রতি ১শ থেকে ১২০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে মোঃ বাবুল মিয়া (৪০) নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় চলাচলরত লেগুনা ড্রাইভার ও হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। উক্ত পেশাদার চাঁদাবাজ মোমেনকে র্যাব-১১ ইতোপূর্বে ২ বার গ্রেফতার করেছিল। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে লেগুনা চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন