সোনারগাঁয়ে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় নুরুনবী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত যুবক নুরুনবী গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
গতকাল মঙ্গলবার(১০নভেম্বর)রাতে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সোনারগাঁ থানার ওসি(তদন্ত)তবিদ রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসষ্ট্যান্ড এলাকার করোনা ইন্ডাষ্ট্রিজের সামনে মহাসড়কের রাস্তার পাশে হাত-পা বাধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন