সোনারগাঁয়ে মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হুমকি
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় আলী আকবরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার মামলার ঘটনায় আসামিরা মামলা তুলে নিতে বাদী পক্ষকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দুপুরে এ ব্যাপারে সোনারগাঁও থানায় আহতের কন্যা আউলিয়া একটি সাধারণ ডাইরি করা করেছে।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের নানাখী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী আব্দুর রহিম (৩০), বাদল (২৮), জাকির হোসেন (৩০), কামাল হোসেন (৩৫) ও দৌলত মিয়া (৩৫) গংরা জাপার নেতা আলী আকবরকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় আহত আলী আকবর বাদী হয়ে গত ২৩ অক্টোবর সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোনারগাঁও থানা পুলিশ আসামী আব্দুর রহিম (৩০), বাদল (২৮), কে গ্রেফতার করে জেলহাজতে পাঠান।
সন্ত্রাসী জাকির হোসেন, কামাল হোসেন ও দৌলত মিয়া মামলা উঠিয়ে নিতে মামলার বাদীর পরিবারের সকল সদদ্যদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন